আপনার সম্পর্কটি প্রেম নাকি লালসা!

লালসাকে ভুল করে প্রেম ভেবে সম্পর্কে জড়ায় অনেকে। পরে ভুল ভাঙতেই বেছে নেয় বিচ্ছেদের পথ। লালসার উপস্থিতি থাকলে সত্যিকারের প্রেম খুঁজে পাওয়া যায় না। আর প্রেম না থাকলে চিরদিন এগিয়ে নেবার মতো সম্পর্কের প্রতিও আগ্রহ হারিয়ে ফেলে মানুষ। আপনিও যদি এমন একটি সম্পর্কে জড়িয়ে থাকেন, তবে চূড়ান্ত সিদ্ধান্তটি নেয়ার আগে যাচাই করুন সঙ্গীর প্রতি আপনি কতটা সৎ।

জেনে নিন লালসাপ্রধান সম্পর্কের কয়েকটি লক্ষণ..

১. আপনার আলোচনাগুলো হবে অবাস্তব এবং ছলনাপূ্র্ণ।

২. আপনি শুধু প্রেমে বিশ্বাসী, বন্ধুত্বে বিশ্বাসী নন।

৩. যে কোন বিষয়ের চেয়ে যৌনতা বিষয়ে আপনার আগ্রহ বেশি।

৪. সঙ্গীর বাহ্যিক বৈশিষ্ট্যে আপনি বেশি মুগ্ধ।

৫. সঙ্গীর চেহারা কতটা সুন্দর এটাকে আপনি সবসময় প্রাধান্য দেন।

৬. আপনি অসহনশীল এবং সম্পর্কে লাভ-ক্ষতির হিসেব করেন সবসময়।

৭. সম্পর্কের প্রতি আপনার মনোযোগের অভাব আছে।

৮. দায়িত্ব এবং সম্পর্কের ব্যাপারে আপনি বাস্তবতা না ভেবে কল্পনাকে আঁকড়ে থাকেন।



মন্তব্য চালু নেই