আপনার শিশু সন্তান চোখের সমস্যায় ভুগছে না তো? জেনে নিন লক্ষণগুলো

আজকাল অনেক শিশুদেরকে চশমা পড়তে দেখা যায়। শিশুরা তাদের চোখের সমস্যার কথা বড়দের মত প্রকাশ করতে পারে না। তাই অনেক সময় খুব সাধারণ সমস্যা বড় আকার ধারণ করে থাকে। তাই আপনার শিশু সন্তানকে ভাল করে পর্যবেক্ষণ করুন, দেখুন সে কোন অস্বাভাবিক আচরণ করছে কিনা। কিছু লক্ষণ আছে যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার শিশুটি চোখের সমস্যায় ভুগছে।

১। পড়ার সময় আপনার শিশুটি বই খুব কাছে নিয়ে পড়ছে। এটি চোখের সমস্যার অন্যতম একটি কারণ হতে পারে। ছাপা অক্ষর ঠিকভাবে না দেখতে পারার কারণে সে এই কাজটি করছে।

২। পড়ার সময় চোখ দিয়ে পানি পড়া। অথবা মাথা ব্যথা করা হতে পারে চোখের সমস্যার কারণে। এই সমস্যা দেখা দেওয়ার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৩। অনেক সময় শিশুরা তাদের সমস্যার কথা বলতে পারে না। কিন্তু তা তারা তাদের কিছু কাজে প্রকাশ করে থাকে। হঠাৎ করে যদি খেয়াল করেন আপনার শিশু পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। পড়াকে এড়িয়ে যাচ্ছে। এই কাজটি চোখের সমস্যার কারণে সে করে থাকতে পারে।

৪। কোন কিছু দেখার সময় খুব বেশি চোখ কচলে থাকে।

৫। টেলিভিশন দেখার সময় খুব কাছ থেকে দেখে থাকে চোখের সমস্যার কারণে।

৬। পথে চলার সময় হোঁচট খাওয়া, যেখানে অন্য শিশুরা খুব সহজে চলাচল করতে পারে।

৭। দিনের আলোতে ভাল দেখলেও রাতে অথবা অন্ধকার সময়ে দেখতে সমস্যা হওয়া।

৮। আলোর দিকে তাকাতে কষ্ট হওয়া অথবা আলোর দিকে তাকালে চোখ দিয়ে পানি পড়া।

৯। ক্লাসের ব্ল্যাকবোর্ডের লেখা দেখতে বা পড়তে কষ্ট হওয়া।



মন্তব্য চালু নেই