আপনার ভুল শুনেছেন
ঢাকার শাজাহানপুরে পাইপের ভেতর থেকে শিশু উদ্ধারের পর নিজের করা মন্তব্যের বিষয়ে ভুল শুধরে দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল।
মন্ত্রী বললেন, ‘পাইপের ভেতরে শিশু নেই, এটি বলা হয়নি। আপনারা ভুল শুনেছেন।’
শনিবার বিকেলে ময়মনসিংহে ঈশ্বরগঞ্জের চরনিখলা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগদান শেষে একথা বলেন মন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, ‘আমরা বলেছিলাম, অত্যাধুনিক ক্যামেরা দিয়ে শিশুটিকে দেখতে পাইনি। অভিযান অব্যাহত ছিল। যার কারণেই শিশুটি উদ্ধার সম্ভব হয়েছে।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শিশু জিহাদকে উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। অভিযান চলমান ছিল। যখন উদ্ধার অভিযান সমাপ্ত করার চিন্তা ভাবনা চলছিল ঠিক শেষ মুহূর্তে জিহাদকে উদ্ধার করা হয়। পাইপের ভেতরে আবর্জনা সরিয়ে নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।’
অনুষ্ঠানের অন্যদের মধ্যে বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি আব্দুছ ছাত্তার, পৌর মেয়র হাবিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অনুষ্ঠানস্থলে আসার পরপরই ঢাকার শাজাহানপুরে পাইপে ভেতরে পড়ে যাওয়া শিশু জিহাদ উদ্ধারের খবর পান। পরে দ্রুত তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
মন্তব্য চালু নেই