আপনার কাজ ফিল্মকে সার্টিফাই করা, সেন্সর করা নয়

‘উড়তা পঞ্জাব’ ছবির মুক্তিতে বাদ সেধেছে সেন্সর বোর্ড, বলা ভাল ছবিটির আসল বাধা বোর্ডের চেয়ারম্যান পহলাজ নিহালনি। ছবির নাম থেকে ‘পঞ্জাব’ কথাটি বাদ দেওয়া ছাড়াও নিহালনি ছবিতে ৮৯টি ‘কাট’ও সুপারিশ করেছেন। সব মিলিয়ে বোর্ডের এই শর্তগুলির কথা শুনে বিস্মিত এবং ক্ষুব্ধ বম্বে হাইকোর্টের বিচারপতিও।

এসসি ধর্মাধিকারী বৃহস্পতিবার প্রশ্ন তুলেছেন, ‘‘মাদকাসক্তির বিপদ নিয়ে কি আগে কখনও চর্চা হয়নি সেলুলয়েডে?” বম্বে হাইকোর্ট ছবিতে ৮৯টি ‘কাট’-এর যথাযথ কারণ দর্শাতে বলেছে পহলাজ নিহালনিকে। শুধু তাই নয়, বম্বে হাইকোর্ট নিহালনির উদ্দেশে জানায়, ‘আপনার (পহলাজ নিহালনি) কাজ ফিল্মকে সার্টিফাই করা, তার উপর কাঁচি চালানো (সেন্সর করা) নয়’।

আগামী সোমবার এই মামলায় রায় ঘোষণা করবে বম্বে হাইকোর্ট। বলিউড তো বটেই, এই রায়ের দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।



মন্তব্য চালু নেই