আপনার অদেখা জনপ্রিয় বলিউড তারকাদের ছোট্টবেলার ৩০টি বিরল ছবি
ছোট্ট বেলার শাহরুখ বা আমির খানের ছবি প্রায় সকলেই দেখেছেন, কিন্তু দেখেছেন কি একদম ছোটবেলার অমিতাভ বচ্চন বা সালমান খানকে? ঐশ্বরিয়া রাইয়ের ছেলেবেলার ছবি প্রায় সকলের দেখা, কিন্তু জনপ্রিয় নায়িকা কাজল ছোটবেলায় কেমন ছিলেন দেখতে সেটা জানেন কি? কেমন ছিলেন দুই/আড়াই বছরের দীপিকা পাডুকোন কিংবা স্রীদেবী?ছোট্ট বেলার সালমান খান,দেখেছেন কি একদম ছোটবেলার জন আব্রাহাম, ঋত্বিক রোশন, সাইফ আলী খান বা তুষার কাপুরকে? আলিয়া ভাটের ছেলেবেলার ছবি প্রায় সকলের দেখা, কিন্তু জনপ্রিয় নায়িকা সোনাক্ষি সিনহা বা বিপাশা বাসু ছোটবেলায় কেমন ছিলেন দেখতে সেটা জানেন কি? কেমন ছিলেন পিচ্চি আনুশকা শর্মা? দেখতে চাইলে দেখে নিন এই ফটো অ্যালবামটি। এই অ্যালবামে আপনি পাবেন আপনার প্রিয় সব বলিউড তারকাদের একদম ছেলেবেলার এমন বিরল কিছু ছবি যা আপনি আগে কখনোই দেখেন নি!
মন্তব্য চালু নেই