আপনারা দেখান : সাংবাদিকদের সিইসি

ঢাকা সিটি (উত্তর ও দক্ষিণ) এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক ভোটকেন্দ্র দখল ও সহিংসতার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেছেন, ‘আপনারা দেখান।’

মঙ্গলাবর দুপুরে ধানমন্ডির রেসিডনসিয়াল মডেল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি।

ইসি থেকে বের হয়ে সিইসি প্রথমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্গত ধানমন্ডির কাকলী হাই স্কুল অ্যান্ড কলজে প্রবেশ করেন। এরপর সিইসি পরিদর্শন করেন ঢাকা উত্তরের অন্তর্গত ধানমন্ডির রেসিডনসিয়াল মডেল কলেজ কেন্দ্র। সেখানে পরিদর্শন শেষে বের হলে সাংবাদিকরা সিইসির দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘তিন সিটিতেই ব্যাপক সহিংসতা, গোলাগুলি ও অরাজক পরিস্থিতি বিরাজ করছে।’

এমন বক্তব্যের প্রেক্ষিতে সিইসি বলেন, ‘আপনারা দেখান।’ এই কথা বলে সাংবাদিকদের আর কোনো প্রশ্নের জবাব না দিয়েই গাড়িতে উঠে চলে যান তিনি।



মন্তব্য চালু নেই