আন্দোলনে ব্যর্থ হয়ে রাগ ঝাড়ছেন খালেদা

তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘দলীয় কর্মীদের বাদ দিয়ে আন্দোলনে হতাশ ও ব্যর্থ বেগম খালেদা জিয়া জনগণের ওপর রাগ ঝাড়ছেন।’
শুক্রবার খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে জাসদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্তর্ঘাত ও নাশকতার উস্কানিদাতা আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘অবরোধের নামে বাস পোড়ানো, মানুষ খুন ও অরাজকতা সৃষ্টি করছেন খালেদা জিয়া। তিনি বন্দি বা গ্রেপ্তার নন, তাকে উস্কানি থেকে নিবৃত্ত রাখা হয়েছে মাত্র।’
তিনি বলেন, ‘শিক্ষার্থী, অসুস্থ্য মানুষ, ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লি কারও ধার তিনি ধারেন না। তিনি জঙ্গী ও মৌলবাদীদের নিয়ে যেকোনো উপায়ে ক্ষমতায় যেতে চান।’
ইনু বলেন, ‘বেগম খালেদা জিয়া স্বাভাবিক রাজনীতি বোঝেন না। তিনি মৌলবাদ ও জঙ্গীবাদীদের সঙ্গে নিয়ে আরেকটি চক্রান্ত করছেন। এর আগেও তিনি বিগত নির্বাচনের সময় একই ভাবে চক্রান্ত করেছিলেন।’
খালেদা জিয়ার দেয়া সাত দফা প্রস্তাব পুরনো কাসুন্দি মন্তব্য করে তিনি বলেন, ‘এ প্রস্তাবে নতুন কিছু নেই। কিভাবে নির্বাচন হবে সে বিষয়ে সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে। পাশাপাশি এ বিষয়ে হাইকোর্টেরও নির্দেশনা রয়েছে। আসলে খালেদা জিয়া নির্বাচন চান না।’
তথ্যমন্ত্রী বলেন, ‘স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর সবার মতামতের ভিত্তিতে তত্তাবধায়ক সরকার গঠন করা হয়েছিল। বিগত সময়ে ইয়াজ উদ্দিনের তত্তাবধায়ক সরকার সম্পর্কে সবাই অবগত আছেন। তত্তাবধায়ক সরকার নিয়ে নানা প্রশ্ন রয়ে গেছে।’
এ সময় জঙ্গীবাদ ও মৌলবাদ মুক্ত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
জাসদ খুলনা মহানগর শাখার সভাপতি রফিকুল হক খোকনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপি ও সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু।
এতে শুভেচ্ছা বক্তব্য দেন খুলনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি।
স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শেখ গোলাম মোর্তুজা।
এর আগে, জাতীয় সংগীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।



মন্তব্য চালু নেই