‘আন্দাজ আপনা আপনা ২-এ অভিনয় করতে পারেন সলমন, আমির, যদি তাঁরা ছবিটি প্রযোজনা করেন’
দিলীপ মজুমদার (কলকাতা): বলিউডের অন্দরে কানাঘুষো ছিলই, যে পরিচালক রাজকুমার সন্তোষী ফের হাসির ছবি ‘আন্দাজ আপনা আপনা ২’-এর সিকুয়েল বানাতে চলেছেন। কিন্তু সেই ছবিতে কি দেখা যাবে আমির-সলমন জুটিকে। কারণ এখন তাঁরা দুজনেই বড় তারকা। পরিচালকও মনে করেন সেই সময়ের পরিস্থিতি ছিল অন্যরকম। আমির-সলমন দুজনকে নিয়ে কাজ করাও ছিল সহজ।
তবে সলমন খান বা আমির খানকে যখনই জিজ্ঞেস করা হয়েছে, যে তাঁরা কমেডি ছবি ‘আন্দাজ আপনা আপনা – ২’এ একসঙ্গে অভিনয় করতে রাজি কিনা? তখন তাঁদের দুজনের থেকেই এক উত্তর পাওয়া গেছে। ভাল চিত্রনাট্য হলে দুজনেই কাজ করতে রাজি। তবে পরিচালক সলমন-আমিরকে নিয়ে ফের এই ছবিতে কাজ করবেন যদি তাঁরা ছবিটি প্রযোজনা করেন।
১৯৯৪-এর এই কমেডি ছবিটি যদিও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। কিন্তু ছবিটির গান, হাস্যকৌতুক, রোসবোধ সবমিলিয়ে মানুষের মনে দাগ কেটেছিল। আপাতত ছবিটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পরিচালক।
মন্তব্য চালু নেই