আন্তর্জাতিক ধিক্কার, তবুও বিদেশ সফর প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মহলের ধিক্কারকে গায়ে না মেখেই বিদেশ সফর করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার দুপুরে রাজধানী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশে প্রহসনমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য শেখ হাসিনাকে আন্তর্জাতিক মহল প্রতিনিয়ত ধিক্কার দিচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী নির্লজ্জ বলেই সেই ধিক্কারকে কর্ণপাত না করেই বারবার বিদেশ সফর করছেন।
তিনি সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পৃক্ত করে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান।
রিজভী অভিযোগ করেন, বিএনপিকে দমনের নামে সরকার বিভিন্ন কর্মপন্থা হাতে নিয়েছে। আর সেই নীলনকশা বাস্তবায়নের জন্য ক্ষমতাসীনরা কাজ করে যাচ্ছে।
আগামী শনিবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নাটর সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, নাটর সমাবেশের প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখার জন্য বেগম খালেদা জিয়া শনিবার সকাল ১০ টায় তার গুলশান নিজ বাসভবন থেকে রওনা হবেন। তিনি উত্তরা, আশুলিয়া, নবীগঞ্জ থেকে সিরাজগঞ্জ হয়ে নাটর পৌঁছাবেন।
সংবাদ সম্মেলনে বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব-উন-নবী-খান সোহেল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই