আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় যাচ্ছেন হাফেজ মাহমুদুল হাসান

তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৮ মে ১০ দিনব্যাপী ৫ম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তুরস্কের এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন চাঁদপুরের কচুয়ার সন্তান হাফেজ মাহমুদুল হাসান পাটোয়ারী।

গত রোববার (১২ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শতাধিক হাফেজে কুরআন এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বাছাই পরীক্ষার সম্মুখীন হন। হাফেজ মাহমুদুল হাসান পাটোয়ারী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তুরস্কের এ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন।

তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের অধীন আয়োজিত ১০ দিনব্যাপী ৫ম আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের ৬০ দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। আগামী ২৮ মে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

জানা যায়, ১৯ বছর বয়সী চাঁদপুরের এ কৃতী সন্তান হাফেজ মাহমুদুল হাসান পাটোয়ারী গুলশান সোসাইটি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুস প্রতিষ্ঠিত মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর ছাত্র।

বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে হাফেজ মাহমুদুল হাসান পাটোয়ারীর জন্য রইলো শুভ কামনা।



মন্তব্য চালু নেই