আন্তর্জাতিক আরচারিতে দেশকে স্বর্ণ জেতালেন হীরা মনি

ইসলামী সলিডারিটি স্পোর্টস ফেডারেশন আয়োজিত প্রথম আন্তর্জাতিক আরচারির রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে বাংলাদেশকে স্বর্ণ এনে দিয়েছেন আর্চার হীরা মনি।

সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের আজকের দিনের শুরুতে মহিলাদের রিকার্ভ একক ইভেন্টের ফাইনালে হীরা আজারবাইজানের রামোজামোভাকে হারান ৬-৪ পয়েন্টে। এরমধ্য দিয়ে দিনের প্রথম স্বর্ণ জেতালেন হীরা মনি।



মন্তব্য চালু নেই