আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে জাবিকে হারিয়ে চ্যাম্পিয়ন রাবি
ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) হারিয়ে চাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
মঙ্গলবার দুপুরে রাবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ২৭ রানে জাবিকে পরাজিত করে ২য় বারের মতো শিরোপা অক্ষুন্ন রাখলো রাবির শিক্ষার্থীরা।
টসে জিতে রাবি ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে জাবি ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৭ রান তুলতে সক্ষম হয়। রাবির আলী ওম্বর ফরাজী অপু ২ ওভারে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন। এছাড়া ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন রাবির সৈয়দ শাহরিয়ার সুমন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দীন।
এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য প্রফেসর চৌধরী মো. সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েনউদ্দিন, ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর প্রফেসর তারিকুল হাসান, স্পোন্সর রানার গ্রুপের হাফিজুর রহমান প্রমুখ।
মন্তব্য চালু নেই