আনুশকার প্রেমে ফিরছেন বিরাট?
অভিনেত্রী আনুশকা শর্মা এবং ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সম্পর্ক নিয়ে টিনসেল টাউনে আলোচনা অনেক দিন ধরেই। মাঝে তাদের মধ্যে ছাড়াছাড়ির গুঞ্জন উঠেছিল। তবে তাদের এ দূরত্ব সাময়িক ছিল। কারণ আনুশকার কাছে ফেরার ইঙ্গিত দিলেন বিরাট।
সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে টি-শার্ট পরা বিরাটের একটি ছবি দেখা যায়। তার টি-শার্টে ইংরেজিতে লেখা ‘আমরা বিরতিতে ছিলাম’। টি-শার্টটিতে তার নিচেই সুপারম্যান এবং সুপারউইম্যানের কার্টুন ছবি। এরপর থেকেই গুঞ্জন টি-শার্টের লেখা এবং কার্টুনের মাধ্যমে নিজেদের সম্পর্কের বিষয়টি ইঙ্গিত করেছেন বিরাট।
চলতি বছরের শুরুতে শোনা যায়, নিজেদের মধ্যে সম্পর্কের বিষয়টি চুকিয়ে ফেলেছেন বিরাট-আনুশকা। কারণ হিসেবে শোনা যায়, আণুশকাকে বিয়ের প্রস্তাব দেয় বিরাট কিন্তু আনুশকা তাতে রাজি না হওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য হয় এবং ছাড়াছাড়ি হয়।
তবে কয়েকদিন আগে আবারও একসঙ্গে মুম্বাইয়ের একটি রেস্তোরায় দেখা যায় বিরাট এবং আনুশকাকে। তারপর এবার টি-শার্ট পরে তাদের সম্পর্কে ফেরার গুঞ্জনে আরো হাওয়া বাড়িয়ে দিলেন বিরাট।
মন্তব্য চালু নেই