আনুশকার পর সোনাক্ষীর সঙ্গে নাচলেন কোহলি (ভিডিও)
বিজ্ঞাপনচিত্রে বলিউড তারকা ও প্রাক্তন গার্লফ্রেন্ড আনুশকা শর্মার সঙ্গে মঞ্চ মাতিয়েছেন বিরাট কোহলি।
ভারতের হালের ব্যাটিং সেনসেশনকে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে আনুশকার সঙ্গে দেখা গেছে। তবে আনুশকার সঙ্গে ছাড়াছাড়ি পর এবার বলিউডের আরেক তারকা সোনাক্ষী সিনহার সঙ্গে কোহলির নাচের একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মার বিয়েতে সোনাক্ষীর সঙ্গে মঞ্চ মাতিয়েছিলেন কোহলি।
এদিকে সোনাক্ষীর সঙ্গে নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠছে বিরাটের নতুন সম্পর্ক নিয়ে।
ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তের বিজ্ঞাপনবয় কোহলি। ব্যাট হাতে মাঠের দারুণ পারফরম্যান্সের সঙ্গে নাচেও পাক্কা তিনি। সুযোগ পেলেই সেই প্রতিভাটুকুও দেখাতে ভুল করেন না ভারতের টেস্ট অধিনায়ক।
রোহিত শর্মার বিয়েতে এক সঙ্গীত অনুষ্ঠানে ‘শাড়ি কি ফল সা’ গানের সঙ্গে নাচেন কোহলি। সোনাক্ষীর ‘আর রাজকুমার’ সিনেমার এই গানের সঙ্গে মঞ্চ মাতান কোহলি। ‘দাবাং’ খ্যাত সোনাক্ষীকে দেখা যায় কোহলিকে নাচের মুদ্রা শেখাতে। কোহলিও সোনাক্ষীর সঙ্গে তার মতো করে নাচার চেষ্টা করেন।
আনুশকার সঙ্গে ছাড়াছাড়ির পর কোহলির গার্লফ্রেন্ড নিয়ে বিভিন্ন গুঞ্জন উঠছে। কেউ কেউ বলছেন, সেই আনুশকার সঙ্গেই নাকি বরফ গলছে কোহলির। তবে সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে সোনাক্ষী ও কোহলিকে একই মঞ্চে নাচতে দেখায় ভিন্নভাবে ভাবছেন বিরাটের ভক্তরা।
মন্তব্য চালু নেই