আনুশকার কাছে প্রেম একটা ফালতু বিষয়! তবে কি…

শুরুটা শ্যাম্পুর বিজ্ঞাপন দিয়ে। তাকে ‘গসিপ’ বা ‘সম্পর্ক’ যা-ই বলুন না কেন, বেশ বোঝা গিয়েছিল, ভিরাট-আনুশকা ‘প্রীতি’ বেশ মজেই উঠেছেন প্রেমে। অনেক লুকোচুরির পর অবশেষে আপাতত খোলাখুলি মেনে নিয়েছেন তাদের সম্পর্ক।তবে শিরোনাম পড়ে মনে হচ্ছে নিশ্চয়ই যে, ভিরাটের কোহলির সাথে সমস্যা হচ্ছে! তাহলে কি ভিরাটের সঙ্গে এতদিনের সম্পর্কে চিড় ধরল!

না, আনুশকার কথা থেকে এমনটা ভাবার কোনো কারণ নেই। সম্প্রতি ‘কাউচিং উইথ কোয়েল’ অনুষ্ঠানে নিজের আসন্ন সিনেমা ‘পিকে’, গসিপ, অভিনয় এবং প্রেম-জীবন নিয়ে বলতে গিয়ে এমন মন্তব্য করেন এই অভিনেত্রী। তিনি জানান,’ভিরাট আর আমার সম্পর্ক নিয়ে এক কথা বলতে আর ভালো লাগছে না! কথায় কথায় এমনটাও বলেছেন, ভিরাটের সংবেদনশীলতা ও আবেগপ্রবণতাই তাকে আকৃষ্ট করেছে।

আসন্ন সিনেমা ‘পিকে’ সম্বন্ধে আনুশকা জানিয়েছেন, রাজকুমার হিরানি, আমির খানের মতো তারকার সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। দুজনের সম্বন্ধে বলতে গিয়ে আনুশকা জানান, পরিচালক হিরানি খুব মেপে কথা বলেন। আর আমিরের মধ্যে রয়েছে অন্য স্তরের একাগ্রতা।



মন্তব্য চালু নেই