আনুশকাকে ‘রোজি ভাবি’ বললেন যুবরাজ

বোম্বে ভেলভেট। মুক্তির পাওয়ার আগে থেকেই বেশ আলোচনা চলছে বলিউডের এ চলচ্চিত্র নিয়ে। আজ এটি মুক্তি পেয়েছে। এখানে বক্সার বনি বালরাজের ভূমিকায় অভিনয় করেছেন নায়ক রণবীর কাপুর। আর রোজি নরোনহার চরিত্রে অভিনয় করেছেন নায়িকা আনুশকা শর্মা।

মুভিটি দেখে মুগ্ধ হয়েছেন ভারতের তারকা ক্রিকেটার যুবরাজ সিং। বিশেষ করে আনুশকা শর্মার অভিনয় ও তার সাজগোজ যুবরাজকে বিমোহিত করেছে। তাইতো সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আনুশকার ছবি পোস্ট করে তাকে ‘রোজি ভাবি’ সম্বোধন করেছেন যুবরাজ। সতীর্থ বিরাট কোহলির সঙ্গে আনুশকার সম্পর্কের সূত্র টেনে এ সম্বোধন করেন ২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড়।

ইনস্টাগ্রামে যুবরাজের পোস্টটি ছিল এভাবে, `Oye hoye Rosie bhabhi! Looking awesome!`

আনুশকা শর্মার প্রশংসা করে যুবরাজ বলেন, ‘সে (আনুশকা) সুন্দর একজন মানুষ। সৎও বটে। তার এই গুণটা আমাকে মুগ্ধ করে।’

এদিকে বিরাট কোহলি ও তার বান্ধবী আনুশকা শর্মা আরেকটি কারণে আলোচনায় এসেছেন। সম্প্রতি দ্য টাইমের জরিপে সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ নির্বাচিত হয়েছেন কোহলি। আর নারীদের মধ্যে তালিকার শীর্ষে রয়েছেন আনুশকা।



মন্তব্য চালু নেই