আনিসুল হকের নামে ভুয়া ফেসবুক পেজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের নামে ভুয়া ফেসবুক পেজ খোলা হয়েছে। বুধবার সকালে মেয়র নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

এক স্ট্যাটাসে আনিসুল হক জানান, রাজধানীকে নিয়ে আমার স্বপ্ন ও পরিকল্পনা নগরবাসীর কাছে উপস্থাপন করতে শুধুমাত্র আনিসুল হক নামের আইডি আমি ব্যবহার করি। কিন্তু এর বাইরে আরো চারটি আইডি খোলা হয়েছে। যেগুলোতে আমার নাম ও ছবি ব্যবহার করা হয়েছে।

তিনি আরো লিখেছেন, পেজগুলোতে আমার বিভিন্ন কার্যকলাপ অনিয়মিত ভাবে তুলে ধরা হচ্ছে। যার ফলে মানুষ বিভ্রান্ত হচ্ছেন।

আনিসুল হক শুধু নিজের আইডিতে নগরবাসীর সঙ্গে যোগাযোগ রাখার কথা জানিয়েছেন।



মন্তব্য চালু নেই