আনসার আল ইসলামকে নিষিদ্ধের প্রস্তাব
জঙ্গি সংগঠন হিসেবে আনসার আল ইসলামকে নিষিদ্ধ করতে সরকারের কাছে প্রস্তাব করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এছাড়া নব্য জেএমবিকেও নিষিদ্ধ করা যায় কি না তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা ঘিরে ফেললে তামিম চৌধুরী যোগাযোগ করে তানভীর কাদেররীর সঙ্গে।’
র্যাবের দাবি নাকচ করে তিনি বলেন, ‘আব্দুর রহমান যেহেতু অনেক নিচের লেভেলের জঙ্গি নেতা তাই তার সঙ্গে তামিমের যোগাযোগের কোন কারণ নেই।
সম্প্রতি র্যাব দাবি করে তামিম চৌধরী নব্য জেএমবি প্রধান আব্দুর রহমানের সঙ্গে যোগযোগ করেছিল।
তাভেলা সিজার হত্যাকান্ডে নব্য জেএমবির জঙ্গিরা জড়িত- র্যাব প্রধানের এমন বক্তব্য প্রসঙ্গে মনিরুল ইসলাম বলেন, ‘বিচারাধীন মামলার তদন্ত নিয়ে কোনো কথা বলার সময় এখন নয়।’
মন্তব্য চালু নেই