‘আনকাট’ ছাড়পত্র পেল শাকিব-পাওলির ‘সত্তা’

‘সত্তা’ ছবির মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী পাওলি দাম। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে ‘সত্তা’ছবিটি নির্মাণ করেন পরিচালক হাসিবুর রেজা কল্লোল।

গত বছরের ডিসেম্বরে কক্সবাজার অভিযানের মাধ্যমে ছবির শুটিং শেষ হয়। এ বছর জানুয়ারির মাঝামাঝি সময়ে ছাড়পত্রের জন্য ছবিটি সেন্সর বোর্ডে জমা দেন । ১৫ দিনের মাথায় পেয়ে গেলেন ছবির মুক্তি দেওয়ার কাঙ্ক্ষিত সেই সনদপত্র।

সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছবির ছাড়পত্র সনদ প্রকাশ করে পরিচালক হাসিবুর রেজা কল্লোল জানালেন ছবিটির ছাড়পত্র পেয়েছে। তিনি জানান, সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে খুশি। তাই কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই ছাড়পত্র দিয়েছেন।

২০১৪ সালের ১৬ নভেম্বর বিএফডিসিতে ‘সত্তা’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন শাকিব খান ও পাওলি দাম। এরপর শাকিবের সঙ্গে আর শিডিউল মেলানো যায়নি বলে বারবার পিছিয়ে গিয়েছিল ছবির কাজ। অবশেষে গত বছরের ডিসেম্বরের মাঝামাঝিতে কক্সবাজারে টানা দুই সপ্তাহ শুটিং করে ‘সত্তা’ ছবিতে নিজেদের অংশের কাজ শেষ করেন শাকিব ও পাওলি।



মন্তব্য চালু নেই