আদালতে আসল সালমান, বাইরে ইন্টারভিউ দিলেন নকল সালমান
সালমান খানের কী সাজা হবে? মুম্বই দায়রা আদালতের সামনে সে রায়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন বহু মানুষ৷ আছেন মিডিয়াকর্মীরাও৷ এমন সময় বেরিয়ে এলেন খোদ সালমান খান৷ মিডিয়ার সামনে অবিকল সালমান কেতায় এসে দাঁড়ালেন, যেমনটা সচরাচর তিনি করেন৷ এক মুহূর্ত যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন সকলে৷ মুহূর্তের ভুল ভাঙতে বোঝা গেল, আরে এ তো সালমান নন, দেখতে সালমানের মতো একজন৷
এ বান্দার নাম নাজিম খান৷ শাহরুখের হাবভাব যেমন নকল করেন শেহনাজ নওয়াজ, ইনি তেমনই সালমানের হালচাল নকল করেন৷ দেখতে অনেকটা সালমানের মতো৷ পোশাকেও না.ককে অনুকরণ করেন৷ হাতে সালমানের মতোই আকাশি পাথরের ব্রেসলেট৷ চলনে বলনে সালমানের কপিক্যাট৷ এসে নায়কের মতো স্টাইলেই মিডিয়ার সামনে ইন্টারভিউ দিতে শুরু করেছিলেন৷ তবে সালমানের বয়ানে নয়, নিজের মতামতই জানাচ্ছিলেন তিনি৷
কোর্টের বাইরে পরিবেশ যখন থমথমে, কী হয় কী হয় ভাব, তখন এরকম একটা মজার ঘটনায় একচিলতে হাসি কেলে গেল কোর্ট চত্বরে উপস্থিত সকলের মুখে৷ তবে সালমানের ফ্যানদের জন্য এ ঘটনা যন্ত্রণা একটু বাড়িয়েছিল এই যা!
মন্তব্য চালু নেই