আদালতের পথে খালেদা

জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার হাজিরা দিতে আদালতের পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত বিশেষ জজ আদালতে তিনি আত্মসমর্পণ করবেন। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

রোববার সকাল ১০টার দিকে খালেদা জিয়া গুলশানের নিজ কার্যালয় থেকে বের হন।

উল্লেখ্য, ২০০৯ সালের ৫ আগস্ট মামলাটিতে চার্জশিট দাখিল করে দুদক। মামলাটির চার্জশিট দাখিল হওয়ার পর অসংখ্যবার মামলার শুনানির তারিখ পিছিয়ে ইতিমধ্যে ছয় বছর পার হয়েছে।

২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি দায়ের করা হয়।

এদিকে গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দুদিন আগে অর্থাৎ ৩ জানুয়ারি রাতে রাজধানীর গুলশানের নিজ কার্যালয়ে কার্যত ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর ৫ জানুয়ারি বিকেলেও বের হওয়ার চেষ্টা করে বাধা পান তিনি। সেইদিন থেকে দেখতে দেখতে সেখানেই কেটে যায় তার তিনমাস।

কখনো ‘অবরুদ্ধ’ আবার কখনো ‘স্বেচ্ছায়’ কার্যালয়ের দোতলার ছোট পরিসরে ৯২ দিন ধরে অবস্থান করছেন তিনি। এতোদিন পর রোববার সকালে তিনি নিজ কার্যালয় ছেড়েছেন।



মন্তব্য চালু নেই