আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম মহাপ্রয়াণ দিবস পালিত
নওগাঁর আত্রাই উপজেলার প্রতিসরে স্মৃতি বিজরিত কাছারি বাড়িতে (কুঠিবাড়ি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪ তম মহাপ্রয়াণ দিবস গতকাল বৃহস্পতিবার বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। অনুষ্ঠানে নওগাঁ ৬ (আত্রাই-রানীনগর) এলাকার সংসদ সদস্য ইসরাফিল আলম এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা চারুকলা ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ড. আমিরুল মোমেনীন চৌধুরী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসার ড. জি এম মনিরুজ্জামান, বগুড়া সরকারী আজিজুল হক কলেজের বাংলা বিভাগের প্রফেসার ড. বেলাল হোসেন। আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি, রবীন্দ্র গবেষক, এস এম মতিউর রহমান মামুন, কালিগ্রাম রথিন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, আত্রাই উপজেলার সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, প্রচার সম্পাদক আফসার আলী সহ এলাকার সন্মানিত জনপ্রতিনিধি,বীরমুক্তিযোদ্ধা,প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দু,সাংবাদিক, শিক্ষক এবং বুদ্ধিজীবীগণ। পরে পড়ন্ত বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
মন্তব্য চালু নেই