আত্রাইয়ে বহুল আলোচিত মুকুল হত্যা মামলার আসামি গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে বহুল আলোচিত বিএনপি নেতা মুকুল হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামিকে মিজান (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি মিজান উপজেলার গোপালবাটি গ্রামের মৃত: মারফজ আলীর ছেলে । এদিকে হত্যা ঘটনার পর থেকে আরিফ পালাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এস আই মহসিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গত সোমবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার গোপালবাটি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

এবিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মাউসদ চৌধুরী জানান, গ্রেফতারকৃত মিজান এ মামলায় ১৩নং ওয়ারেন্টভুক্ত আসামী। দীর্ঘদিন থেকে সে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিজান গ্রামের বাড়ীতে আসেন। এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানকে গতকাল মঙ্গলবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তথ্যঅনুসন্ধানে জানা যায়, গত ২০১৩ সালের ২৯ মে বুধবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বিপ্র-বোয়ালিয়া গ্রামের বাজারে চায়ের ষ্টলে বসে থাকা অবস্থায় ১৪/১৫ জনের মুখোশধারী সন্ত্রাসী ৪/৫ রাউন্ড গুলি বর্ষণ করে।

এসময় লোকজন ছুটোছুটি শুরু করলে চায়ের দোকানে বসা মুকুল হোসেনের উপর অতর্কিত হামলা চালিয়ে চায়ের ষ্টলের ভিতরে তাকে জবাই করে হত্যা করে। এ সময় নিহত মুকুলের চাচাতো ভাই তোতা মিয়া ও সিরাজুল ইসলাম নামের আরো দুই জন গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় নিহত মুকুলের স্ত্রী রিমু বেগম বাদী হয়ে ওই দিন রাতেই আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



মন্তব্য চালু নেই