আত্রাইয়ে নিখোঁজের ২ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ দিন পর উপজেলার সুটকিগাছা রাবার ড্রাম সংলগ্ন আত্রাই নদী থেকে মানিক সরদার (৮৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে এলাকার জনগন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বান্ধায়খাড়া সরদার পাড়া গ্রামের মৃত গোলাপ সরদারের পুত্র মোঃ মানিক সরদার স্ত্রীসহ গোসল করতে গত শনিবার আনুমানিক বিকাল ৩টার দিকে বাড়ির সংলগ্ন আত্রাই নদীতে নামে। গোসলের এক পর্যায়ে স্রোতের তোড়ে নদীর অতল গর্ভে তলিয়ে যান মানিক সরদার।

তার স্বজনরা উপজেলার বিভিন্ন এলাকা খোঁজ করার পর গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সুটকিগাছা আত্রাই নদীতে মানিক সরদারের লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। সংবাদ পেয়ে পরিবারের লোকজন তার লাশ সনাক্ত করে বাড়িতে নিয়ে আসে।

এবিয়য়ে মুঠো ফোনে স্থানীয় চেয়ারম্যান মাহবুবুল হক দুলুর সাথে কথা বললে তিনি মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মানিক সরদারের মৃত্যুতে পরিবারের লোকজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে আমরা ইউনিয়নবাসী গভীর ভাবে শোকাহত।



মন্তব্য চালু নেই