আত্রাইয়ে টিডিএস মাল্টিপারপাসের উদ্যোগে হেলথ ক্যাম্পেন

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে বে-সরকারি এনজিও সংস্থা টিডিএস মাল্টিপারপাসের উদ্যোগে শনিবার বিনা মূল্যে দিনব্যাপী হেলথ ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে। “অনেক হাসি এইতো বেশ, সুস্থ সবল বাংলাদেশ, এ শ্লোগান নিয়ে আত্রাই উপজেলার তারাটিয়া মাষ্টারমাইন্ড বিএম কলেজের সহযোগিতায় টিডিএস মাল্টিপারপাসের উদ্যোগে শনিবার বিনা মূল্যে দিনব্যাপী এ হেলথ ক্যাম্পেন অনুষ্ঠিত হয়।

এ সময় বিনা মূল্যে দরিদ্র মানুষের মাঝে চোখ পরীক্ষা, চোখের ছানি অপারেশন, চোখের ভিতর কৃত্রিম লেন্স সংযোজন, চশমা পরীক্ষা, বাত ব্যাথা, প্যারালাইসিস, হাঁপানী, দাঁতের চিকিৎসাসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়।

এ সময় ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁ ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মোঃ মিজানুর রহমান, ডা. নাজমুল হোসাইন, মাষ্টারমাইন্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডিএস জাহিদুল ইসলাম, টিডিএস মাল্টিপারপাস কো-অপারেটিভ লিঃ এর প্রধান গনসংযোগ কর্মকর্তা সাংবাদিক নাজমুল হক নাহিদ, টিডিএস মাল্টিপারপাস এর ম্যানেজার মোঃ মুনজুরুল হক, সিইও মোঃ শাহরিয়ার আলম সুমন প্রমূখ।



মন্তব্য চালু নেই