আত্রাইয়ে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নওগাঁর আত্রাইয়ে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল রোববার গ্যাস ও বিদ্যুতের মূল্যের বৃদ্ধির প্রতিবাদে থানা বিএনপির উদ্যোগে ২০দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গতকাল রেজি:অফিসের সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল শেষে রেল স্টেশনে সমাবেশে বক্তব্য রাখেন আত্রাই থানা বিএনপির আহবায়ক এসএম রেজাউল ইসলাম রেজু, আত্রাই উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রুঞ্জু, তসলিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, এস এম মোয়াজ্জেম হোসেন চান্দু, আব্দুল হাকিম, আব্দুল মান্নান সরদার, আব্দুল হাই লিটন, আশরাফুল ইসলাম লিটন, রায়হান কবির রতন ও শাহাগোলা ইউনিয়ন যুবদল নেতা নাছির উদ্দিন চঞ্চল প্রমুখ।



মন্তব্য চালু নেই