আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে মোঃ ছাব্বির আহম্মেদ সাগর (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার বিহারীপুর গ্রামের মোঃ মোজাম্মেল হক এর পূত্র।
তথ্যঅনুসন্ধানে পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল সোমবার আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে বাড়ির উত্তর-পশ্চিম পার্শ্বে আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরে তার বাবা ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হলে তাকে আম গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এবিষয়ে আত্রাই থানা তদন্ত অফিসার শামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পেরণ করা হয়েছে এবং একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য চালু নেই