আত্রাইয়ে অজ্ঞাত হতভাগা কে এই ব্যক্তি?
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত হতভাগা কে এই ব্যক্তি। গত শনিবার রাত ৯ টার দিকে আত্রাই রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞান অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয় স্থানীয় লোকজন।
আত্রাই রেলওয়ে স্টেশন মাষ্টার ছাইফুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে খুলনা থেকে পার্বতীপুরগামী রকেট মেইল থেকে কে বা কারা অজ্ঞান অবস্থায় তাকে স্টেশনে নামিয়ে রাখে। এ সময় তার জামার পকেটে রাজবাড়ি থেকে পোড়াদহ ও পোড়াদহ থেকে আহসানগঞ্জ পর্যন্ত দু’টি ট্রেনের টিকিট পাওয়া যায়। এতে অনুমান করা হচ্ছে রাজবাড়ি থেকে তিনি আত্রাই আসছিলেন। পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিষ কুমার বলেন, অজ্ঞান অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছে। জ্ঞান ফেরানোর জন্য চিকিৎসা চলছে। তবে তার অবস্থা খুব ভাল নয়। স্বজনদের খোঁজ পেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো যেত।
মন্তব্য চালু নেই