আত্মহত্যা করলেন মাগুরা মহম্মদপুরের শিক্ষক রমেন কুন্ডু
মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর আমিনুর রহমান ডিগ্রী কলেজের জীববিজ্ঞান বিষয়ের সহকারি অধ্যাপক রমেন্দ্রনাথ কুণ্ডু ৫৫ আর নেই। রবিবার বিকেলে তিনি মাগুরা শহরের নান্দুয়ালী ভাড়া বাসায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তিনি নিঃসন্তান ছিলেন। স্ত্রীসহ তার পরিবারে ৭বোন ও ৬ ভাইসহ অসংখ্য ছাত্রছাত্রী ও শুভাকাংখি রেখে গেছেন। নিহতের ২য় স্ত্রী মাগুরা জনস্বাস্থ্য অধিদপ্তরের চাকুরিজীবি অনিতা সেন জানান- সকালে দুজনে একসঙ্গে কথা বলে বাসা থেকে বের হয়ে তিনি অফিসে চলে যান। কলেজ ছুটি থাকায় শিক্ষক রমেন্দ্রনাথ কুন্ডু বাসায় অবস্থান করছিলেন। বিকাল ৫টার দিকে তিনি বাসায় ফিরে দেখতে পান শিক্ষকের শরীর ফ্যানের সাথে ঝুলছে। তিনি একটি গামছা গলায় পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। নিহতের প্রতিবেশীরা জানান- ২ বছর আগে নিহত রমেন্দ্রনাথ কুন্ডুর প্রথম স্ত্রী স্কুল শিক্ষিকা অনিমা রায় দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা যান। গত জানুয়ারী মাসে তিনি দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মাগুরা শহরে বসবাস করতেন। মাগুরা সদর থানার এস আই শফিকুল ইসলাম জানান- বিকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। নিহতের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। । নিহতের পরিবারের উভয় পক্ষের সম্মতিতে লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সূত্রে জানা গেছে তিনি বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভূগছিলেন। ইতিপূর্বে তিনি পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন।
মন্তব্য চালু নেই