আত্মহত্যায় আগ্রহী তিশাকে বাঁচালেন নিশো

পরিবারের মানুষ তিশাকে পছন্দ করে না। তাই দুঃখে অভিমানে সে সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করবে। তার এ সিদ্ধান্তের কথা সে তার পূর্বপরিচিত আরফান নিশোকে জানায়। এ কথা জানার পর থেকে নিশো আর পিছু ছাড়ে না তিশার।

না এটি কোনো বাস্তব ঘটনা নয়। এটি হচ্ছে ‘এ এক অদ্ভুত ভালোবাসা’ নামের একটি নাটকের গল্প। নাটকটিতে এমন গল্পে ফুটিয়ে তোলা হয়েছে আত্মহত্যা সকল সমস্যার সমাধান নয়।

‘এ এক অদ্ভুত ভালোবাসা’ নামের নাটকটি লিখেছেন সাগর জাহান, পরিচালনা করেছেন রতন রিপন। ঈদের পঞ্চম দিন রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।



মন্তব্য চালু নেই