আত্মহত্যার আগে ছুরি হাতে ফেসবুকে যে ভিডিও ছেড়েছিল মডেল সাবিরা

আত্মহত্যা করেছেন মডেল সাবিরা হোসাইন। সাবিরার ফেসবুক স্ট্যাটাস থেকে ধারণা করে হচ্ছে, প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন।
রাজধানীর মিরপুরের রূপনগরের একটি বাসা থেকে মঙ্গলবার (২৪ মে) সকালে পুলিশ সাবিরা নামের এই মডেলের লাশ উদ্ধার করেছে। ওই বাসায় সাবিরা একাই থাকতেন।
আত্মহত্যার আগে সাবিরা তার ফেসবুকে একটি স্ট্যাটাস ও ভিডিও পোস্ট করেন।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ‘বিছানায় শুয়ে একটি ছুরি হাতে নিয়ে নিজের পেট ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করছেন সাবিরা। তাকে মানসিকভাবে অনেক অস্থির বলে মনে হচ্ছিল। শুরুতে বলতে শোনা যায়, ‘আমি কিচ্ছু করতে পারব না।’ তারপর হাতে একটি ছুরি নিয়ে বারবার পেটে ও গলায় চাপ দেওয়ার চেষ্টা করেন কিন্তু কিছু করতে পারেন না। বারবার বলতে শোনা যায়, ‘কাটেও না। আমি ব্যর্থ। ওকে নেক্সট অ্যাটেম্পট নেব।’
আত্মহত্যার আগে নির্ঝর সিনহা রওনক নামের একজনের উদ্দেশে সাবিরা লেখেন, ‘আমাকে ব্যবহার করবে, সেক্স করবে; আর আমি সরে যাব, এটা তো হতে পারে না। বিয়ের কথা বললে তোমার পরিবার অসুস্থ হয়ে যায়। আর সেক্সের কথা বললে সব ঠিক হয়ে যায়। ভালো আমি আত্মহত্যার চেষ্টা করছি।’
নির্ঝরকে ট্যাগ করে সবশেষে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর জন্য সে দায়ী। যদি আমি মারা যাই, তাহলে এর দায় তার।’
https://www.youtube.com/watch?v=NpNUp5XUn4w
মন্তব্য চালু নেই