আট বছর পরেও কবরে অক্ষত লাশ!

বরগুনার বামনা উপজেলা সদরের সবদারের পুল এলাকায় মঙ্গলবার বিকেলে আট বছর আগে দাফন করা একটি কবরে অক্ষত লাশের সন্ধান পাওয়া যায়। কবরটির উপর দিয়ে কয়েটি গাভী হেঁটে যাওয়ার সময় হঠাৎ কবরের একপ্রান্ত দেবে যাওয়ায় এই অলৌকিক ঘটনাটি এলাকাবাসী দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২০০৭ সালের ডিসেম্বর মাসে সবদারের পুল এলাকার আজিজ খান বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। পরিবারের লোকজন তাকে পারিবারিক কবরস্থানে দাফন করে।

গতকাল ওই কবরের উপর দিয়ে কয়েকটি গাভী হেটে যাওয়ায় একপ্রান্ত দেবে গেলে খেলাধূলা রত শিশুরা ওই কবরের কাছে গিয়ে কাফনের কাপরসহ অক্ষত লাশ দেখে চিৎকার করে। তাদের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হলে তারাও এই অলৌকিক ঘটনাটি প্রত্যক্ষ করেন। পরে সবদার হাওলাদার বাড়ির জামে মসজিদের ইমামসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অক্ষত লাশটির কবরটি পুনরায় মাটি দিয়ে ঢেকে দেয়া হয়।

এ ব্যাপারে সবদার হাওলাদার বাড়ির জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা তাজুল ইসলাম জানান, মরহুম আজিজ খান জীবদ্দশায় একজন সহজ-সরল ও ইমানদার লোক ছিলেন। এ জন্যই তার দেহ মাটিতে ক্ষয় হয়নি।



মন্তব্য চালু নেই