আটঘরিয়া মাঝপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কুলখানীর দোয়া মাহফিলে ভূমি মন্ত্রী

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, আগামী প্রজন্মকে আদর্শ, নীতি, সততা ও ন্যায় নিষ্ঠাবান হিসেবে সমাজে প্রতিষ্ঠা পেতে হবে। তিনি বলেন, নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রেখে অন্যকেও অন্যায় কাজের কুফল সম্পর্কে অবহিত করে সমাজের উন্নয়নমূলক কাজে উদ্বুদ্ধ করলেই এদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হয়ে যাবে।

শুক্রবার বিকালে পাবনার আটঘরিয়া উপজেলার মাঝপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মরহুম মোহাম্মদ আলী সরকারের বাসভবনে অনুষ্ঠিত কুলখানী ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে ভূমি মন্ত্রী এসব কথা বলেন।

ভূমি মন্ত্রী বলেন, মরহুম মোহাম্মদ আলী সরকার ন্যায়, নীতি, নিষ্ঠার দিক দিয়ে একজন আদর্শ মানুষ ছিলেন। তিনি সমাজের সকলকে আদর্শবান মানুষ হিসেবে প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) এর জীবনধারণ অনুসরণ ও অনুকরণ করার আহ্বান জানান। মন্ত্রী আদর্শ জাতি হিসেবে নিজেদেরকে গড়ার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মরহুম মোহাম্মদ আলী সরকারের জীবনধারণকে অনুসরণ করারও আহ্বান জানান।



মন্তব্য চালু নেই