আজ সাতক্ষীরার মেয়ে সেতুর নাটক এটিএন বাংলায়
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর গ্রামের মেয়ে সেতু। বর্তমান তিনি টিভি মিডিয়াতে পদার্পন করেছে ডিবি নাটকের মধ্য দিয়ে। নাটকটি আজ রবিবার এবং আগামী কাল সোমবার এটিএন বাংলায় রাত ৯:২০ মিনিটে প্রচারিত হবে। সাতক্ষীরার কৃতি সন্তান টিভি নাট্য পরিচালক জি.এম. সৈকতের মাধ্যমে “তারকাদের তারকা হও” ২০১৪ এর বিজয়ী সেতু টিভি মিডিয়ায় পদার্পন করেন। এ প্রসঙ্গে সেতু বলেন আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়া জন্য আমি সৈকত ভাইয়ার কাছে সারা জীবন কৃতজ্ঞ। আমার স্বপ্ন পূরন হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর সবাইকে ডিবি নাটক দেখার জন্য আমন্ত্রন জানাচ্ছি।
মন্তব্য চালু নেই