আজ সাকিবের মেয়ের শুভ জন্মদিন
আজ (মঙ্গলবার) ২০১৬ সালের ৮ নভেম্বর। এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাকিব আল হাসানের মেয়ে অউব্রে। আর দেখতে দেখতে জীবনের বারো মাস পার করে ফেললেন আলায়না হাসান অউব্রে।
আজ থেকে ঠিক এক বছর আগে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম হয় সাকিব-শিশিরের রাজকন্যার। শুভ জন্মদিন অউব্রে।
অউব্রের বয়স এক বছর পূর্ণ হওয়া উপলক্ষে ফেসবুকে অউব্রেকে জন্মদিনের কেক কাটার ছবি দিয়েছে সাকিবপত্নী শিশির। নিজের স্ট্যাটাসে তিনি লেখেন, ‘১২ মাস পার করে আমার রাজকন্যা এক বছর পার করলো। এই দিনে তুমি এসে আমাদের জীবনের সব ইচ্ছা পূরণ করেছিলে। তুমি আমাদের জীবনে বেহেশত থেকে আসা আশীর্বাদ। শুভ জন্মদিন বালিকা।’
উল্লেখ্য, ২০১২ সালের স্মরণীয় ১২.১২.১২ তারিখে যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব।
মন্তব্য চালু নেই