আজ মাদারীপুরে উদীচীর সম্মেলন

জেলা প্রতিনিধি॥ : জনতার ঐক্য দানবের দম্ভ ভাঙবেই’ এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে আজ শুক্রবার থেকে জেলা সংসদ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দুইদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধনীর মধ্যেদিয়ে এয়োদশ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ এয়োদশ দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী করবেন প্রবীণ বাউল শিল্পী নজরুল বায়াতি। সম্মেলনটি এম.এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরীতে আয়োজন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

এয়োদশ দ্বি-বার্ষিক সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-সচিব মাদারীপুরের ভারপ্রান্ত জেলা প্রশাসক বাবর আলী মীর, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান ও মাদারীপুরের পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।

সম্মেলনের আলোচক হিসেবে থাকবেন কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা পরিষদের উদীচীর সদস্য সাইদুর রহমান বয়াতি, কেন্দ্রীয় সংসদের উদীচীর সদস্য রেজাউর রহমান রেজু, কেন্দ্রীয় সংসদের উদীচীর সদস্য এম.এম. আলমগীর ও মাদারীপুর জেলা সংসদের উদীচীর সাবেক সভাপতি খান মো: শহিদ।

দুইদিন ব্যাপী এয়োদশ দ্বি-বার্ষিক সম্মেলনের মাদারীপুর জেলা সংসদের উদীচীর সভাপতি ডা: রেজাউল আমিনের সভাপতিত্বে বিভিন্ন অনুষ্ঠান গুলি হল কাউন্সিলরদের নিয়ে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।



মন্তব্য চালু নেই