আজ বিএনপির ‘অতি গুরুত্বপূর্ণ’ সংবাদ সম্মেলন

বিএনপির একটি ‘অতি গুরুত্বপূর্ণ‘ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

আজ শনিবার (১৬ জুলাই) বেলা ১২টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবীর খান জানান, দলের পক্ষ থেকে ‘অতি গুরুত্বপূর্ণ’ ব্রিফিং করা হবে এ সংবাদ সম্মেলনে। ব্রিফিংয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুরল ইসলাম খান বক্তব্য রাখবেন।



মন্তব্য চালু নেই