আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কালো দিন
আজ সেই ভয়াল ২রা আগস্ট।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কালো দিন বলে আখ্যায়িত করা হয় এ দিনকে। ২০১০ সালের আজকের এই দিনে বর্ধিত বেতন-ফি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বিচারে পুলিশ হামলা চালিয়েছিল। অভিযোগ উঠেছিল প্রশাসনের বিরুদ্ধে, প্রশাসন অন্যায়ভাবে বর্ধিত বেতন-ফি চাপিয়ে দিতে চেয়েছিল সাধারণ শিক্ষার্থীদের উপর। প্রকাশ্যে অশালীন আচরণ করা হয়েছিল ছাত্রীদের সঙ্গে, পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছিল নিরীহ ছাত্র ছাত্রীদের উপর। সেদিন পুলিশ প্রীতিলতা হলে ঢুকে টিয়ারশেল নিক্ষেপ করেছিল, শহীদ মিনার মোড়ে ছাত্রীদের বেধড়ক লাঠিপেটা করেছিল। সংগ্রামী শিক্ষার্থীরা অধিকার আদায়ের লড়াইয়ে পিছিয়ে থাকেনি,অংশ নেয় তীব্র আন্দোলনে।সেদিন রণক্ষেত্রে পরিনত হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পরদিন সবগুলো জাতীয় দৈনিকের শিরোনাম হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক কালো অধ্যায়ের কথা।
মন্তব্য চালু নেই