আজ গাইবান্ধায় ব্যাংক বন্ধ

গাইবান্ধা-১ আসনে উপনির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় সব তফসিলি ব্যাংকের শাখা বন্ধ থাকছে।

নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে ব্যাংক বন্ধ থাকছে এখানে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের অব সাইট সুপাভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত্র প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, উপনির্বাচনে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের সব শাখা বুধবার বন্ধ থাকবে।

জাতীয় সংসদের গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচন হচ্ছে আজ। গত বছরের ৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হওয়ার পর আসনটি শূন্য হয়।



মন্তব্য চালু নেই