আজ কাগতিয়া কামিল এম.এ.মাদরাসার ৮৩ তম সালানা জলসা

আজ ৭ মার্চ শনিবার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া কামিল এম. এ. মাদরাসার ৮৩তম সালানা জলসা মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগ এর সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সালানা জলসায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এর সাবেক চেয়ারম্যান প্রক্টর ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরী, প্রফেসর ড. মুহাম্মদ আল ফোরকান, প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, অধ্যাপক ড. মুহাম্মদ তৌহিদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কাশেম,সহযোগী অধ্যাপক ড. এনামুল হক মুজাদ্দেদী, এস.এম আবু আহমেদ, এম. উয়সল, মুহাম্মদ আফজাল হোসেন, প্রভাষক মুহাম্মদ সাইদুল ইসলাম সরকার, অধ্যক্ষ প্রফেসর দবির উদ্দিন খান, আলহাজ্ব আবু আহমদ,চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন মুহাম্মদ আরিফ, অধ্যাপক মুহাম্মদ আবুল হাসান, সহযোগী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম।

এতে বক্তব্য রাখবেন, হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানফি, হযরতুলহাজ্ব আল্লামা মুফতি কাজী মুহাম্মদ অনোয়ারুল আলম ছিদ্দিকি, হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ এমদাদুল হক মুনিরী, আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, মাওলানা মুহাম্মদ সেকান্দর আলী প্রমূখ। এতে আপনাদের প্রতি স্ববান্ধব দ্বীনি দাওয়াত রইল।



মন্তব্য চালু নেই