আজ অনুশীলন শেষে মিরাজ সম্পর্কে যা বলে আলোচনায় স্মিথ
‘সে দারুণ প্রতিভাবান। মাত্রই আন্তর্জাতিক ক্রিকেটে এলো। কিন্তু তার খেলা দেখে কখনওই মনে হবে না সে মাত্রই এই পর্যায়ে খেলছে। বাংলাদেশ দারুণ এক ক্রিকেট প্রতিভাবান খুঁজে পেয়েছে। আমি তার ভবিষ্যত দেখতে পারছি। সে ভবিষ্যতেও দারুণ করবে। এভাবে টাইগার দলের নতুন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সম্পর্কে গুণগান গাইলেন ওয়েস্টইন্ডিজের দুইবারের শিরোপা জয়ী ড্যারেস সামী।
শনিবার দলের অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ওয়েস্ট ইন্ডিজের এই লিজেন্ট।
বিপিএলে চতুর্থ আসরে রাজশাহী কিংসের হয়ে খেলা সামী বলেন, ‘ইংল্যান্ডের সেরা দলের বিপক্ষে তাকে ভালো করে দেখেছি আমি। বিপিএলেও সে তার পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। তাকে বোলিংয়ে আনলেই মনে হয় এখন কিছু হতে যাচ্ছে। দলের অর্ধেক কাজ সে একাই করে দেয়। সে আমাদের দলের বিশেষ প্রতিভা।’
মন্তব্য চালু নেই