আজিজুর রহমান আজিজ -এর কবিতা ‘একটি গোলাপ’

কবি ও উপন্যাসিক আজিজুর রহমান আজিজ প্রায় ১৪০০ কবিতা লিখেছেন। আজিজুর রহমান আজিজ একজন বাংলাদেশী কবি, সাহিত্যিক, উপন্যাসিক, সুরকার, এবং গীতিকার। তিনি কবি খ্যাতিতেই বেশি পরিচিত, বিশেষ করে তিনি তার প্রজম্ন এবং বন্ধু, অণুসারী ও পরিচিত সম্প্রদায়ের মাঝে “এই শহরের জীবন্ত কবি” (Living Poet in the City) নামেই পরিচিত। তার লিখা উপন্যাসের সংখ্যা ৩০টি, গানের সংখ্যা প্রায় ৮০০টি, এছাড়া তিনি অনেক গল্প, শিশুতোষ, টিভি সিরিয়াল, নাটক লিখেছেন এবং তার উপন্যাস অবলম্বনে বাংলা চলচ্চিত্র নির্মান হয়েছে। তিনি ১৯৮০ সাল থেকে লেখালেখী করে আসছেন। তার প্রকাশিত গল্প, কবিতা ও উপন্যাস, এবং গান পাঠক সমাজে অনেক জনপ্রিয়। তার লেখালেখির বিষয় হচ্ছে গ্রামীণ ও শহুরে জীবন, নারী, মুক্তিযুদ্ধ, শাহবাগ আন্দোলন, প্রেম-ভালবাসা, ইতিহাস, এবং প্রজম্নের পদাবলী। কবি আজিজুর রহমান আজিজের অতি মনোরম একটি কবিতা “একটি গোলাপ”। কবিতাটি আবৃত্তি করেছেন হাতাশি।

একটি গোলাপ

আজিজুর রহমান আজিজ


একটি গোলাপ
ছিন্ন তার দুটি পাপড়ি
গোলাপটি ক্রন্দন রতা
ধীরে ধীরে বিবর্ন তার হাসি
একটি রজনীগন্ধ্যা
নরম ডাল ভেঙ্গ পড়েছে
বৃদ্ধের হাটু ভাঙ্গার মতো
ভেঙ্গে যাওয়া পাপড়ির গ্রহন্থি
একটি গন্ধরাজ পাপড়ি তার
কেটেছে পোকায় বলে
ঝরে পরছে হলুদ মুকুল
এক ফোটা রক্ত
কয়েক ফোটা বৃষ্টি
মেঘের অশ্রু
মাঝে মঝে থোকা থোকা বিবর্ন কৃ্ষ্ণ চুড়া
পলাশ বকুল
থেকে থেকে কি যেনো করি তালাশ
পথের মাঝে গ্বহবর
চোরাবালি চোরকাটা
ভাঙ্গা পরিত্যক্ত রাজবাড়ীর প্রাকার
রংচটা ঝিম ধরা খয়ে যাওয়া ইট
প্রহরীবিহীন রাজদরবার
প্রথম বিশ্বযুদ্ধের বিশ্রানে থাকা
দাত বেড়করা যুদ্ধ গাড়ি
একটু দুরে কোকিলের ছিন্ন পালক,
কাকের হাসি
ময়ূর পুচ্ছ
জটপাকানো লাটাইর সুতা
ঘুড়ি উড়াবার
এভাবেই একটি স্বপ্নের সমাপ্তি
বড় বেশি বেদনার।


https://www.youtube.com/watch?v=eefUT97HWg8



মন্তব্য চালু নেই