আজকের খেলাও যদি না হয় ?
ভারতে অনুষ্ঠানরত ওয়ার্ল্ড টি২০-র আসরে সুপার টেনে ওঠার লক্ষ্যে বাংলাদেশ রোববার ধরমশালায় খেলতে নামবে ওমানের বিরুদ্ধে। শনিবারের খেলায় জিম্বাবুয়েকে হারিয়ে ইতিমধ্যেই সুপার টেনের গ্রুপ ওয়ানে উঠে গেছে আফগানিস্তান। বাংলাদেশকে উঠতে হলে ওমানকে হারাতেই হবে। এখন খেলা যদি পন্ড হয়ে যায় তাহলে কি হবে বাংলাদেশের বা বাংলাদেশকি পারবে সুপার টেনে যেতে ?
তবে আশার কথা আজকের ম্যাচও পরিত্যক্ত হলে বিদায় নিতে হবে এখন পর্যন্ত স্বপ্ন বেঁচে থাকা ওমানের। আর সুপার টেন পর্বে খেলবে বাংলাদেশ।
সুতরাং খেলা হলে জিততেই হবে বাংলাদেশকে। বিশ্বকাপে বাংলাদেশের পরের পর্বে যাওয়াটাও এখন নির্ভর করছে এই ম্যাচের ফলের ওপরই। এমনিতে কাগজে-কলমে দুর্বল ওমানের বিরুদ্ধে বাংলাদেশের দুশ্চিন্তা থাকার কথা নয়, কিন্তু বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ কোচ চন্দিকা হাতুরুসিঙ্ঘে বলছিলেন, আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে অভাবিত জয়টা নিশ্চয় ওমানকে বাড়তি আত্মবিশ্বাস দেবে।
বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল ওমান। আইরিশদের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য ২ উইকেট ও ২ বল হাতে রেখে জয় পায় তারা। তাই ওমানের আত্ববিশ্বাস ভাল এই মুহূর্তে। দেখা যাক কি হয় ?
মন্তব্য চালু নেই