আচরণবিধি লংঘন করে প্রচার না চালাতে খালেদাকে চিঠি

সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে আচরনবিধি লংঘন করে প্রচার না চালানোর জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন ।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ স্বাক্ষরিত একটি চিঠি রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রচার চালানোর সময় গাড়ি বহর নিয়ে চলার কারণে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। সেই সঙ্গে নানা ধরনের অনাঙ্খাকিত ঘটনার সৃষ্টি হচ্ছে। গত ১৮ এপ্রিল থেকে বিভিন্ন পত্রপিত্রকায় প্রচারিত সংবাদের মাধ্যমে বিষয়ে এসব জানা যায়। পর্যালোচনা করে দেখা যায়, এটা সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা-২০১০ এর সুস্পষ্ট লঙ্ঘন।

আচরণবিধির ৬ ধারায় উল্লেখিত প্রচারণা সংক্রান্ত বিধি-নিষেধ, সভা, সমিতি, অনুষ্ঠান সম্পর্কিত বিধি-নিষেধ, মিছিল বা শোডাউন সম্পর্কিত বিধি-নিষেধ, উস্কানিমূলক বক্তব্য ও অনভিপ্রেত গোলযোগ সৃষ্টি সম্পর্কিত বিধি-নিষেধের কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে।



মন্তব্য চালু নেই