নির্বাচন পরবর্তী সহিংসতা
আগৈলঝাড়ায় ঘরে অগ্নিসংযোগ পৃথক হামলায় আহত-৩০
বরিশাল প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামের একটি বসত ঘরে অগ্নিসংযোগ করেছেন বিজয়ী ইউপি সদস্যর সমর্থকেরা।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে বিজয়ী মেম্বার নির্মল বিশ্বাসের সমর্থকেরা হামলা চালিয়ে পরাজিত প্রার্থী অমল জয়ধরের সমর্থক ভগিরথ বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে বসত ঘরে অগ্নিসংযোগ করে। এসময় হামলাকারীরা ভগিরথের পরিবারের সদস্য রিংকু বিশ্বাস, ইতি বিশ্বাস, সবিতা বিশ্বাস, বিধান ও মুক্তি বিশ্বাসকে মারধর করে গুরুতর আহত করে।
এছাড়াও একইরাতে রাজিহারের গোয়াইল গ্রামে বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলায় মিঠুন সিকদার, ফুল¬শ্রী গ্রামের রাশেদ ফকির, বাগধা গ্রামের কবিরউদ্দিন মিয়া, বারপাইকা গ্রামের উষা বিশ্বাস, ময়না বিশ্বাস, রবীন্দ্রনাথ বিশ্বাস, নগরবাড়ি গ্রামের হেলেনা বেগম, কুড়ালিয়া গ্রামের প্রভা বাড়ৈ, কান্দিরপাড় গ্রামের আসাদুল হাওলাদার, চেঙ্গুটিয়া গ্রামের জাহিদ ঘরামী, ভদ্রপাড়া গ্রামের শাহ আলম শিকদার, নাঘার গ্রামের দুলাল হালদার, হাবিব শিকদার, বাসনা রানী হালদার, পাকুরিতা গ্রামের গৌরাঙ্গ হালদার, নিতাই হালদার, পশ্চিম শাওড়া গ্রামের সিদ্দিকুর রহমান, কোদালধোয়া গ্রামের জয়ন্ত, নারায়ন, নিতাই ও মনু হালদারসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। গুরুতর আহত ১৫ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচনী সহিংসতার এসব ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্তব্য চালু নেই