আগে আনন্দ, পরে আউট করার চেষ্টা!

মাঠের আম্পায়ারই নট আউটের রায় দেন। মাঠের আম্পায়ারই নট আউটের রায় দেন। নতুন বছরের একেবারে গোড়ায় ঘটলো অদ্ভুত এক ঘটনা। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে স্টাম্পিংয়ের আগে একদফা উদযাপন করে ফেলায় আউট করার সুযোগ হাতছাড়া করেন এক উইকেটরক্ষক।

ঘটনাটা ঘটে পার্থ স্কর্চার্স ও সিডনি থান্ডারের মধ্যকার ম্যাচের মধ্যে। মাত্রই ক্রিজে নামা অ্যাডাম ভোজেস নিজের দ্বিতীয় বল মোকাবেল করতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হতে বসেছিলেন। কিন্তু তালগোল পাঁকিয়ে ফেলেন সেই ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষিক্ত উইকেটরক্ষক জে লেন্টন।

এগিয়ে এসে ব্যাট চালাতে গিয়েছিলেন ভোজেস। কিন্তু, ব্যাটে বলে হয়নি। লেন্টন স্টাম্পিংয়ের সুযোগ পেয়েছিলেন। কিন্তু, আগেই তিনি খানিকটা উদযাপন সেরে নিয়ে বিপদ ডেকে আনেন।

তড়িঘড়ি করে ক্রিজে ফেরেন ভোজেস। মাঠের আম্পায়ারই নট আউটের রায় দেন। যদিও, দ্রুত ফিরতে গিয়ে ভোজেসের হ্যামস্ট্রিংয়ে টান লাগে। স্কর্চার্স ম্যাচটায় ২০ রানে জেতে।-খেলাধুলা



মন্তব্য চালু নেই