আগের মতোই স্বাধীন মেসি

লুইস সুয়ারেজকে কেনার পর থেকেই একটা কানাঘুষা চলছিল বার্সেলোনার ড্রেসিং রুপে!

কিন্তু বিষয়টা কী? তীব্র হাইপ তোলা সেই প্রশ্নটা হলো আসন্ন মৌসুমে লিওনেল মেসি কী তার পরিচিত ভূমিকায় খেলবেন? নাকি উরুগুয়ান তারকা সুয়ারেজকে জায়গা করে দিতে ডিপ মিডফিল্ডে নামিয়ে দেয়া হবে আর্জেন্টাইন ক্ষুদে যাদুকরকে?

অবশেষে ফিসফাস করে ভাসতে থাকা সেই কথাটার জবাব এলো। আর সেটা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকেই। রোববার বার্সার নতুন কোচ লুইস এনরিকে জানিয়ে দিলেন স্বাধীনতা নিয়ে নিজের পছন্দ মতো পজিশনেই খেলবেন এমএলটেন।

এদিন এক সংবাদ সম্মেলনে সাবেক স্পেন ফুটবলার ও নু ক্যাম্পের নতুন দণ্ডমূণ্ড এনরিকে বলেন, ‘লিও (লিওনেল মেসি) বহুমুখী এক প্রতিভার অধিকারী। মাঠে সে অনেক কিছুই করতে পারে। কিন্তু তারপরেও আমরা তাকে কোনো কিছু চাপিয়ে দেব না। সে পূর্ণ স্বাধীনতা নিয়েই খেলবে।’

সাথে সাথে তিনি এও বলেন, ‘এতে কোনো সংশয় নেই যে লিও’ই বিশ্বসেরা। সুতরাং মেসির সেরাটা গ্রহণ করতে আমাদের তার মুভমেন্ট ও টাসের সঙ্গে মানিয়ে নিতে হবে।’ পরে দলে হাভিয়ের মাসচেরানোর দ্বৈত ভূমিকার কথাও স্বীকার করেন। জানান, তাকে মিডফিল্ড ও ডিফেন্স দুই জায়গাতেই চাই আমি।



মন্তব্য চালু নেই