আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু রাজধানীর কারওয়ান বাজারে আগুন লাগার পর বিএসইসি ভবন পরিদর্শন করেছেন।
দুপুর ২টা ১০ মিনিটে তিনি আগুন লাগা ভবনের সামনে আসেন।
অগ্নিকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে শিল্পমন্ত্রী বলেন, যেকোনো স্থানে অগ্নিকাণ্ড দুঃখজনক ঘটনা। এর পেছনে অনেক কারণই থাকতে পারে। এ বিষয়গুলো ক্ষতিয়ে দেখা হবে।
২০০৭ সালে এই ভবনে অগ্নিকাণ্ড ঘটে। সেই ঘটনার তদন্ত প্রতিবেদন এখনও দেয়া হয়নি।
এ বিষয়েয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এই ভবনে এর আগেও আগুন লেগেছিলো এটা আমার জানা ছিল না। তাই এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।
মন্তব্য চালু নেই