আগুনে পুড়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু
নরসিংদীতে নিজ ঘরে আগুনে পুড়ে বৃদ্ধ দম্পতি মারা গেছেন।
শনিবার ভোরে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- মো. শাহাজ উদ্দিন ও তার স্ত্রী জমিলা খাতুন।
নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের ন্যায় ভোরে বৃদ্ধ দম্পত্তি ও তাদের মাঝ বয়সী ছেলে সাখাওয়াত হোসেন সেহরি খেয়ে ঘুমিয়ে পড়ে।
ভোর চারটার দিকে ছেলে সাখাওয়াত হোসেন ঘরের চারদিকে আগুন জ্বলতে দেখে বের হয়ে আসতে পারলেও তার বৃদ্ধ বাবা-মা বের হতে পারেননি। এসময় ছেলে সাখাওয়াত হোসেনের ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। এতে ঘরটি আগুনে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে ঘরের ভেতরে থাকা বৃদ্ধ দম্পত্তি পুড়ে মারা যায়।
খবর পেয়ে সকালে জেলার সহকারী পুলিশ সুপার মোস্তাক সরকার, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিমা খানম, ইউপি চেয়ারম্যান সৈয়দ ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
মন্তব্য চালু নেই