‘আগামীর সরকার বিএনপির’

আগামীর সরকার বিএনপির সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন- আমাদের মনে রাখতে হবে আগামীর সরকার বিএনপির সরকার, কৃষক দলের সরকার। আর সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ভাসানী মিলনায়তনে কৃষক দলের জেলা নেতৃবৃন্দের যৌথ প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগের কেড়ে নেয়া গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের যে আন্দোলন তা চলবে। জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিতারিত করা হবে। এই সরকার শুধু গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করেনি, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তারাই নির্ধারণ করে দিচ্ছে কে কোথায় নির্বাচনে জিতবে।

আয়োজক সংগঠনের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন পালের সভাপতিত্বে যৌথ-প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে কৃষক দলের সহ-সভাপতি এম এ তাহের, যুগ্ম-সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম ও দপ্তর সম্পাদক এস এম সাদী উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই